দি যশোর পোস্ট প্রতিবেদক:
শারীরিক অবস্থা ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য ৮ ই নভেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসাস্বার্থে বিদেশে নেওয়া হবে । তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী , বিদেশে যাত্রার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে । প্রথমতাকে নেওয়া হবে যুক্তরাজ্য লন্ডনে। সেখান থেকে পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোন মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য। মেডিকেল বোর্ডের সাতজন চিকিৎসক, নার্স ও তিনজন সহকারি সহ ১৬ জন তার সঙ্গে যাবেন । সবার ভিসা প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে ৮ নভেম্বর শুক্রবার তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এখন শুধু লং ডিস্টেন্স স্পেলাইজড এয়ার অ্যাম্বুলেন্স অনিবার্য। আর সেটি অত্যান্ত দুর্লভ । বিশ্ব হাতেগোনা কয়েকটি দেশে রয়েছে এই ধরনের স্পেশালাইজ এয়ার অ্যাম্বুলেন্স। তবে সংশ্লিষ্ট আশা করছেন সপ্তাহখানেক এর মধ্যেই স্পেশালিস্ট অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা হয়ে যাবে। মেডিকেল বোর্ডের চিকিৎসক ও দলের দায়িত্বশীল নেতাদের সূত্র এসব তথ্য জানা গেছে ।