কুয়েত প্রতিনিধি:
৫৩ বছর বাংলাদেশ পরিচালনায় যারা ছিলেন তারা সম্পূর্নরুপে ব্যর্থ হয়েছেন । বাংলাদেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন আর দেখতে চায় না । জামাত ক্ষমতায় আসলে দেশের মালিক নয় জনগনের খাদেম হিসেবে কাজ করবে । দেশের প্রত্যেকটি নাগরিকদের দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলা হবে জানান কুয়েত প্রবাসীদের সমাবেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান । তিনি দূতাবাসের কর্মকান্ড নিয়েও প্রশ্ন তুলেন।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কর্তৃক আয়োজিত আরদিয়া সানাইয়ার একটি খাইমায় কুয়েত প্রবাসী বাংলাদেশীদের প্রীতি সমাবেশে বাংলাদেশের জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের কাছে সাধারণ প্রবাসীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন ।
বাংলাদেশের জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন রেমিটেন্স যোদ্ধারা এখনো অবহেলিত। প্রবাসীরা তাদের প্রাপ্য কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত,
জামাত ক্ষমতায় আসলে দেশের মালিক নয় জনগনের খাদেম হিসেবে কাজ করবে । দেশের প্রত্যেকটি নাগরিককে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলা হবে, তিনি আরো বলেন খুনের সাথে জড়িত তারা অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি পেতে হবে, তাদের কোন ক্ষমা নাই । দূতাবাসের কর্মকান্ড নিয়েও প্রশ্ন তুলেন । কুয়েতের ইতিহাসে প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহত সমাবেশ এটি বলে মত সংশ্লিষ্টদের l।