তিলোত্তমা সুন্দরবন
এইচ এম হুমায়ুন কবীর
তারিখ – ১৯/০১/২০২৫ – বাগেরহাট
সুন্দরবন সৃষ্টির এক সুন্দর অবয়ব,
এ- সৃষ্টির মতো নেই যেন সৃষ্টি, দৃষ্টির অনুভব।
কতো পর্যটক হেথা করেছে দৃকপাত
অভয়ারণ্যে কতো দার্শনিক কাটায়েছে রাত।
কেউ কি পারবে হাত রেখে বুকে?
এই হাতে রুয়েছি একটি চারা,
বাদা মুল্লুকে রক্ষিত সম্পদ
আমার পিতা বা পিতামহ দ্বারা।
প্রাচীরের মতো অরণ্যের সারি সারি
নদীর দুই কূলে দাঁড়িয়ে বরাবরি।
হস্ত যোগে কেবা লাগিয়েছে কবে?
সুদৃশ্য হয়ে যাহা চিরদিন রবে।
কতো জীব হেথা আপন ভুবনে
খোশালে বিরাজ করে,
অভুক্ত কেহ থাকেনা এ- বনে
দিনের পর দিন, মাস, বছর ভরে।
বনের পাখি বন সুরে গান গায়,
নদীর ধারা তারি তালে তালে নেচে যায়।
তিলোত্তমা এই সুন্দর সৃষ্টি স্রষ্টার অপার দান
এই সুন্দরের খেয়ানত মোদের ইতো অপূরণ।
————————-