প্রেম-আদরে
নাসরিন আক্তার মৌসুমী
ঘুরে বেড়াবো সারাদিন
যদি বলিস নিশিদিন
ভালোবাসবো প্রতিদিন
আগলে রাখবো কষ্টবিহীন..
গল্পে গল্পে কাটাবো বেলা
অভিসার হবে সন্ধ্যাবেলা
অভিমানে কাটাবো সারাবেলা
হৃদয়ে জমবে প্রেম বেলা-অবেলা..
ফুল ভোমরা যমুনা ঘাটে আজ
সুরের বীণায় ডাকছিস কাছে
তুই তো আছিস বুকের মাঝে
হাতটি ধরিস সকাল-সাঝে….
স্নিগ্ধ বাতাসে হলো ভোর
সাতকাহনে হলাম তোর
সেতারের তাঁর ছিঁড়ল মোর
প্রেম-আদরে কাটলো ঘোর...