আমি একজন একা মানুষ বড় অসহায়
দেশে দেশে সেবা করে বেঁচে থাকতে চাই !
দেশের মানুষ সুখে থাকলে মনটা ভরে যায়
সেবা দিয়ে দেশের মানুষ ভালবাসতে চাই !
ওরা যদি মনে রাখে এটি আমার পাওয়া
বিনিময়ে প্রতিদান নেই তো কিছু চাওয়া !
শুধু চাইবো একটি জিনিস সেটি হলো দোয়া
বেঁচে থাকবো সবার মাঝে এটি বড় পাওয়া !
আর কিছু না চাইবো আমি সবাইকে বলে যাই
মরে গেলে আমি যেন সবার দোয়া পাই !
আল্লাহ যেন ক্ষমা করে শুধু এটি চাই
মহান রবের করুণা যেন সর্বদা পায় !!