রবিউল ইসলাম খাঁ, কুয়েত ।
“বাংলাদেশ কমিউনিটি কুয়েত ” এর আহবায়ক ও ‘জালালাবাদ এসোসিয়েশন কুয়েত” এর সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর বড় ভাই বাংলাদেশে অসুস্থ হয়ে হাসপাতালে I C U তে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং সেইসাথে মুরাদুল হক চৌধুরীর আজ শুভ জন্মদিন । এই উপলক্ষে তাৎক্ষণিক উপস্থিত বন্ধুমহল ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যেগে উনাদের দুই ভায়ের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
কুয়েত সিটির রাজধানী হোটেলে, রাত নয় ঘটিকায় মোঃ বিলাল উদ্দিনের সঞ্চালনায়-বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক তৌহিদুল আলম চৌধুরী, আমির হোসেন মুন্সী, নজরুল ইসলাম ও ইদ্রিস আলী সোহাগ সহ আরও অনেকেই ।
বক্তারা মুরাদুল হকের বড় ভাইয়ের দ্রুত সুস্থতা এবং
মুরাদ ভাইয়ের জন্য দোয়া কামনা করেন ।
বক্তারা মুরাদ ভাইকে উদ্দেশ্য করে বলেন,
একরাশ পরম ভালোলাগা আর নতুনের বার্তা নিয়ে আপনার জীবনে ঘটেছে আজকের সূর্যোদয়- জন্মদিনের এই শুভলগ্নে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । অতীতের সকল ব্যর্থতা আর গ্লানি ঘুচে যাক । নতুন এই জন্মদিনের বছরটি হোক আপনার জন্য সাফল্য-রঙিন ।
হে প্রিয় ভাই/ লিডার, আপনি দীর্ঘায়ু লাভ করুন, ধন ও জ্ঞানের অন্বয়ী সাধনায় আপনি যে অসাধারণ জীবন মন্ডল কুয়েতের মাটিতে গড়ে তুলেছেন তা বিভাময় ও প্রসারিত হোক । আপনি মানুষ ও মানবতার জন্য এক অনশ্বর প্রেরণার উৎস হয়ে বেঁচে থাকুন । এই নশ্বর পৃথিবীতে শত-সহস্র-লক্ষ বছর পরেও ধ্বনিত হোক আপনার জয়গাথা–।
লক্ষ কুয়েত প্রবাসীরা আপনার জন্য এই শুভ কামনা করে । আবারও আপনাকে অনেক শুভ জন্মদিন ।
মুরাদুল হক চৌধুরী উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম ।।।