রবিউল ইসলাম খাঁ, (কুয়েত)
ফুটবল বিশ্বকাপ ২০২৬ বাছাইয়ে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারলো বাংলাদেশ । বৃহস্পতিবার দিবাগত রাত (স্থানীয় সময় ) সাড়ে নয়টায় কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল ।
রেঙ্ককিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ শুরুটা ভালই করছিল। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে । এমনকি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ । সেই সুযোগ হাতছাড়া করার পর বিরতির আগেই দুই গোলে ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ । ৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে ফিলিস্তিনকে এগিয়ে দেন । পরে প্রথমার্ধে যোগ করা সময়ে বাংলাদেশ আবারো পিছিয়ে পড়ে ।
কর্নার থেকে পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব কামবার সহজেই ব্যবধান দ্বিগুণ করেন। এতে প্রথমার্ধে দুই গোল হজম করে বিরতিতে যায় বাংলাদেশ ।
দ্বিতীয়ার্ধে শুরুতে আরও কোনঠাসা হয়েপড়ে বাংলাদেশ। ৪৮ মিনিটে হয়েছে আর একটি গোল । মিনিট দশেকের মধ্যে তিন তিনটি গোল হজম। পরে ৫২ মিনিটে আসে ৪ নম্বর গোল । এ সময় বাংলাদেশ দল ভেঙে পড়ে হুরমুড় করে । শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন দাবাঘ। বাকি দুই গোল শিহাব কামবারের । শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে না পারায় বড় হার হজম করতে হয় বাংলাদেশকে।
এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ৭-০ গোলে হারে । এরপর লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা । তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ স্থানে রয়েছে বাংলাদেশ ।