“বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত ” এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে । পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় । সংগঠনটির সভাপতি মোরশেদ আলম ভুঁইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ কুরবান আলীর সঞ্চালনায়- প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ।
বিশেষ অতিথি ছিলেন কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং দূতাবাসের ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল হাসানুজ্জামান । উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক হোসেন মোহাম্মদ আজিজ, প্রকৌশলী ফরিদ উদ্দিন , বিমল রায় , মানিক মোল্লা এবং বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের অন্যান্য নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কুয়েত প্রবাসী বাংলাদেশীরা ।