ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে – কুয়েত আওয়ামীলীগ আল জাহারা মহানগর শাখা ।
শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে- বাংলাদেশ আওয়ামীলীগ, জাহারা মহানগর শাখার সভাপতি – মুহাম্মদ বেলাল হোসেন এর সভাপতিত্বে – সাধারণ সম্পাদক শেখ মতিউল ইসলাম চৌধুরী ও জাকির হোসেন রতনের যৌথ সঞ্চালনায় – পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ জামাল মজুমদার । – এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি- হোসেন আহমেদ আজিজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েত কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ হানিফ মিয়া,
শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহারা মহানগর শাখার সহ-সভাপতি মোঃ ইব্রাহীম চৌধুরী ।
বক্তব্য রাখেন কুয়েত কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুহাম্মদ ইসমাইল হোসেন হাওলাদার, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আলা, জাহারা যুবলীগের যুগ্ম সচিব শাহ আলম হাওলাদার , জাহারা যুবলীগের সদস্য মশিউর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তোফাজ্জল হোসেন, এনামুল কবির মামুন, আবদুল খালেক, সমীর, মন্নু দুলাল, মীর আহমেদ সহ আরও অনেকে।
বক্তারা বলেন – বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দেশে-বিদেশে তুলে ধরতে হবে । পরে কেক কেটে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।।