খন্দকার মোস্তাফিজুর রহমান (সেলিম)
নেক রক্ত ও মানুষের জীবনের বিনিময়ে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে মাত্র ২০ দিন আগে । বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত।
এই ১৬ বছরে মন্ত্রিপরিষদের সদস্য বৃন্দ, সংসদ সদস্য বৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর, ইউনিয়ন পরিদের মেম্বা্র, চেয়ারম্যা্ন , পৌর মেয়র সহ বিভিন্ন জন প্রতিনিধির সদস্য বৃন্দ, সরকারি চাকরিজীবীরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে অর্জন করেছে অবৈধ সম্পদের পাহাড় । প্রতিটি প্রতিষ্ঠান দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে আওয়ামী সরকার ।
১৫ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ । তারপর আকর্ষিক বন্যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে । এমনই একটা সংকটকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দাবি দাওয়া পূরণ করার জন্য রাস্তা অবরোধ করে স্লোগানে মুখরিত ।
যারা আজকে বিভিন্ন দাবি দাওয়া পুরনের জন্য রাস্তা অপরোধ করে স্লোগান দিচ্ছেন তারা এই ১৬ বছর কোথায় ছিলেন । বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র ২০ দিন এখনো তারা নিজেদেরকেই গুছিয়ে নিতে পারেন নাই তারই মধ্যে সব দাবি দাওয়া পূরণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান রাস্তায় নেমেছে যাহা কিনা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত ।
এখন আমাদের উচিত হবে দল-মত নির্বিশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে সহযোগিতা করা
। প্রতিটি প্রতিষ্ঠানকেই আবার নতুনভাবে পুনর্গঠন করা প্রয়োজন আর এটি করতে হলে বেশ কিছু সময় ডঃ ইউনুস সরকারকে দিতে হবে ।
এখন আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কোন রকম দাবি দেওয়া, নির্বাচন ইত্যাদি নিয়ে সরকারকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা উচিত হবে বলে আমি মনে করি না ।
এখন আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত দেশটাকে আবার সুন্দর, দুর্নীতি মুক্ত ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। ১৬ বছরের জঞ্জাল তিন চার মাসে পরিষ্কার বা সংস্কার করা কি আদৌ সম্ভব ?? নিশ্চয়ই না । সবার আগে দেশ , এগিয়ে যাক বাংলাদেশ ।