ডেস্ক রিপোর্ট:
২০ শে সেপ্টেম্বর, রোজ: শুক্রবার, সময়: বাদ সালাতুল ইশা
ইসলাম প্রেজেন্টেশন কমিটি (আইপিসি) কুয়েতের উদ্যোগে পবিত্র সীরাতুন নাবী মাহফিল ও সীরাত বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কুয়েতের প্রাণকেন্দ্র লিবারেশন টাওয়ার সংলগ্ন মসজিদে শায়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কুয়েতের বিভিন্ন অঞ্চল হতে প্রায় চার শাতাধিক প্রবাসী বাংলাদেশী উপস্থিত হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী গবেষক, খতীব ওয়জারাতুল আওকাফ কুয়েত দাঈ আইপিসি কুয়েত মাওলানা আব্দুর রব সরদার।
সভাপতিত্ব করেন,খতীব ওয়জারাতুল আওকাফ কুয়েত, সম্পাদক আলহুদা, দাঈ আইপিসি কুয়েত, মাওলানা মামুনুর রশীদ।
সঞ্চলনায় ছিলেন:খতীব ওয়জারাতুল আওকাফ কুয়েত, দাঈ ময়দানী হাফেজ মাওলানা মুহি উদ্দীন।
আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।