কুয়েতে প্রতিনিধি:
কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ১২ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েত।
সংগঠনের সভাপতি আ ক ম আজাদের নেতৃত্বে প্রবাসীদের ভোটাধিকার, পেনশন ভাতা,রাষ্ট্রীয় নিরাপত্তা, হাসপাতাল স্হাপনসহ ১২ দফা দাবিতে কুয়েতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এসময়ে রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েতের সহ-সভাপতি আলহাজ্ব ইউনুস মিয়াজি, বিলাল পাটোয়ারী, প্রকৌশলী মোহাম্মদ আলমগীর, আরিফ হোসেন, হানিফ শিকদার, আব্দুস ছালাম মুন্সি, মহিউদ্দিন মজুমদার, আবু তারেক, শাহ্ করিম,মিজানুর রহমান, জিয়াউর রহমান, লিয়াকত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি’র পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও প্রবাস বাংলা মিডিয়া প্রকাশিত ” প্রবাসীদের ইতিকথা বই”উপহার প্রদান করা হয়।