কুয়েতে প্রতিনিধি:
বাংলাদেশ কমিউনিটি কুয়েত কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী(দঃ)উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়েছে ।
পবিত্র কুরআন থেকে তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান পর্ব শুরু হয় ।
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেকান্দার আলী, বাবুল শেখ,শাহনেওয়াজ নজরুল,বাহার উদ্দিন, নাসির উদ্দিন হাওলাদার,মোহাম্মদ ইসমাইল,রাশেদ পাঠান,বিলাল উদ্দিনসহ আরও অনেকে ।
এছাড়া কমিউনিটির নেতৃবৃন্দ,রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহ জন্য বিশেষ দোয়া করা হয়।