একটি নদীর গল্প
সাইয়েদ মোজাহেদ
লুসাই থেকে শুরু হয়ে
সাগরে যার শেষ,
এঁকে বেঁকে বয়ে চলা
নদীর গল্প হবেনা কোন শেষ।
দু'পার ভাংঙ্গতে দেখেছি।
জোয়ারে ভরপুর নদীর জল,
ভাটিতে ভেসে উঠা ধু'ধু বালিচর।
প্রকৃতির অপরুপ খেলা
খেলেছে শুধু এই নদীর সাথে।
ডুব সাতাঁরে খেলতে দেখেছি
ছোট ছোট মাছ আর শুশুক।
নদীর জলে জাল ফেলে
ধরিত মাছ জেলে'রা সব।
আবার দেখেছি,
নদীর জলে কৃষকের জমি
বিজিয়ে দিত কৃষকের দল।
ফুলে ফলে ভরে যেন তাদেরই ফসল।
মাস্তলে পাল তুলে পাড়ি দিত
মাঝি মাল্লা সব।
নদীর জলে নৌকা বাইচ
হত প্রতিটি বছর।
পশু পাখি কিট পতঙ্গ জলজ প্রাণী
মানুষের কত উপকার করেছে নদী,
নোংরা আবর্জনা আর নয় তাতে ফেলি
সারা জীবনের মত বেঁচে থাক নদী ।।