কুয়েতে প্রতিনিধি:
সেবক সংগঠন কুয়েত রাজ্য শাখার মাসিক বর্ধিত সভা ৫ অক্টোবর কুয়েত সিটির রাজবাড়ি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম খানের সভাপতিত্বে – সাধারণ সম্পাদক মানিক কুমার কুন্ডুর সঞ্চালনায়- এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবক সংগঠনের পৃষ্ঠপোষক ইমাম উদ্দিন বাদল । প্রধান বক্তা হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খাঁন মোঃ বাবুল ।
আরও বক্তব্য রাখেন উপদেষ্টা আমির হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মিয়াজী, সহসভাপতি রফিকুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ্য রফিক খান, সদস্য সালেহ আহমদ, আবদুর রব, জালাল উদ্দিন সহ আরও অনেকে।
বক্তারা সেবক সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্বাচন নিয়ে মতামত ব্যাক্ত করেন এবং সংগঠনের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ।