মঙ্গলবার (৮ অক্টোবর) কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-এর নিকট কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিওসি, পিএসসি দেশটির বায়ান প্রাসাদে আমির এর সরকারী বাসভবনে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে কুয়েতে দক্ষ ও পেশাদার জনশক্তি এর কর্মসংস্থানের সম্ভাবনার বিষয় ও তুলে ধরেন।
এছাড়াও রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বাত্মকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কুয়েতের আমির দুই দেশের মধ্যকার বন্ধুত্বের প্রতীক হিসেবে রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন। আমির তার বক্তব্যে কুয়েতের স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তীতে মাইন ক্লিয়ারেন্স এবং দেশ পুনর্গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করেন।