কুয়েত প্রতিনিধি:
১৭ অক্টোবর ২০২৪ কুয়েতের আব্বাসিয়ায় জমজম হোটেলে অনুষ্ঠিত হয়েছে "প্রবাস বাংলা মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা" । প্রবাস বাংলা মিডিয়ার ব্যবস্থাপনা সম্পাদক আমির হোসেন মজুমদারের সঞ্চালনায় কুয়েতে অবস্থানরত গণমাধ্যম কর্মীদের অনলাইন ও সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক প্রশিক্ষণ প্রদান করেন ঢাকার সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান কানাডা প্রবাসী সাংবাদিক ফজল মোহাম্মদ ।
প্রবাসী গণমাধ্যম কর্মীদের গুরুত্ব , দায়িত্ব, করনীয় ও বর্জনীয় সম্পর্কে বক্তব্য রাখেন কুয়েতের প্রবাস বাংলা মিডিয়ার সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম আজাদ । সাংবাদিক কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব ইউনুস মিয়াজী, -RTv কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, My -Tv কুয়েত প্রতিনিধি আল আমিন রানা, Asian TV-র কুয়েত প্রতিনিধি রবিউল ইসলাম খাঁ, মোঃ আবদুল আউয়াল ও আরিফুল ইসলাম আরিফ প্রমুখ ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন - জনাব মোহাম্মদ সালাউদ্দিন খান, মোঃ মিজানুর রহমান, শাহ করিম, মারুফ আল আমিন, মোঃ জাকির হোসেন ও মোঃ ফারুক হোসেন। কর্মশালায় প্রবাস বাংলা মিডিয়ার পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক ফজল মুহাম্মদকে সম্মাননা স্মারক ও "প্রবাসীদের ইতিকথা" বই উপহার দেওয়া হয় ।
অতঃপর নৈশভোজের মাধ্যমে প্রাণবন্ত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয় ।।