কুয়েতে প্রতিনিধি:
১৯ অক্টোবর শনিবার কুয়েতের ফরওয়ানিয়া শহরের একটি হোটেলে "বাংলাদেশী ওমরা ব্যবসায়ী এসোসিয়েশন কুয়েত"-র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এসোসিয়েশনের সভাপতি কাজী মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে- সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম সারোয়ার সিরাজীর পরিচালনায়- এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - কুয়েত হাবের সভাপতি- শায়খ ফাওয়াজ খুজাইম আল খুজাইম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন -হেফাজতে ইসলাম বাংলাদেশ কুয়েত শাখার সভাপতি-শায়খ হোসাইন মুহাম্মদ শাহজাহান , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খ হাফেজ আইউব, জাফর বিন মুসা, কুরবান আলী, শহিদুল্লাহ জায়নুল আবেদীন সহ আরও অনেকে।
উক্ত মতবিনিময় সভায় প্রায় পঞ্চাশ জন বাংলাদেশী ওমরা হাজ্ব ব্যবসায়ী সহ সাধারণ কুয়েত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন ।।