কুয়েত প্রতিনিধি:
গত ২২ নভেম্বর ২০২৪ কুয়েতের হাসাবিয়া জমজম হোটেলে সোসাইটির সভাপতি আ ক ম আজাদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হলো প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিষ্ঠিত রেমিট্যান্স যোদ্ধা সোসাইটির দ্বিতীয় নির্বাহী কমিটির সভা।
উক্ত সভায় নেতৃবৃন্দ তত্ত্বাবধায়ক সরকারের কাছে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার, জাতীয় সংসদে অংশীদারিত্ব ও বাংলাদেশ বিমানকে লাভজনক করতে সিন্ডিকেট মুক্ত বিমানে প্রবাসীদের ন্যায্য মূল্যে ভ্রমণের সুযোগ দাবি করে বক্তব্য রাখেন সর্বজনাব মোঃ ইউনুস মাহমুদ, আমির হোসেন মজুমদার, মোহাম্মদ আরিফ হোসাইন, আব্দুস সালাম মুন্সী, প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, মোঃ বিলাল পাটোয়ারী, মোঃ জালাল উদ্দিন, মোহাম্মদ সরোয়ারুল ইসলাম, মোঃ মহিউদ্দিন আহমেদ, মোঃ ফয়েজুল্লাহ মামুন, মোঃ মিজানুর রহমান, ফখরুল ইসলাম, মোহাম্মদ জিয়াউর রহমান, আব্দুল খালেক, মারুফ আল আমিন, হাফেজ মনিরুল ইসলাম, মারুফ হোসাইন, মোঃ ফারুক প্রমুখ।
উক্ত সভায় রেমিট্যান্স যোদ্ধা সোসাইটি কুয়েত এর সদস্যবৃদ্ধি, বহির বিশ্বে শাখা চালুসহ ভবিষ্যৎ পরিকল্পনা, উদ্দেশ্য লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রবাসীদের সচেতন, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা অঙ্গীকার পোষণ করে প্রাণবন্ত অনুষ্ঠানটি নৈশ ভোজের মাধ্যমে শেষ হয়।