কুয়েত প্রতিনিধি:
কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নিয়ে দুটিতেই বাংলাদেশের বাজিমাৎ। বিশ্বের৭০টিরও বেশি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের আনাস মাহফুজ প্রথম। এবং কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন ক্বারী আবু জর গিফারী। ঐতিহাসিক এই বিজয়ের গৌরব বয়ে আনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের আনন্দ-উল্লাস।
কুয়েত ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩ তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন বাংলাদেশি অংশ নিয়েছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। ঐতিহাসিক এই বিজয়ের গৌরব বয়ে আনায় কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সংবর্ধনা দেওয়া হয় তাদের। কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী আলেমগন বর্তমান সময়ে কুয়েতে এই অর্জন বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করবে বলে জানান।
কুয়েত সরকার ২০০৯ সাল থেকে প্রতি বছর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বুধবার সকালে ক্রাউন প্লাজা হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েত সরকারে ধর্ম মন্ত্রী ডঃ মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আল-ওয়াসমি।