কুয়েত প্রতিনিধি:
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেন ৪৪ বছর প্রবাসী কর্মজীবন শেষে করে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত শাখা। বৃহস্পতিবার রাতে কুয়েত সিটিতে অভিজাতক রেস্টুরেন্টে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ ফুয়াদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিঠুন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সভাপতি নাসির উদ্দিন খোকন
প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ ও সহ সভাপতি মোঃ জালাল উদ্দীন। বক্তব্য রাখেন সংগঠনিক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান. সাহেদ চৌধুরী, খলিল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ হাবিব খান আশরাফ।অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আবুল হোসেনকে সম্মাননা টেস্ট প্রদান করা হয়।।