নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ মার্চ আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা পাঁচুপুর শাখার নায়েবে আমীর শাহিন আহম্মেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-০৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এম.পি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এবং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর আসাদুল্লাহ আল-গালিব,সাধারণ সম্পাদক ওসমান গণি।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,গুড়নই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওঃ মোহাম্মদ নূরুল ইসলাম।
এছাড়াও মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,জামায়াতে ইসলামীর কর্মীসহ সাধারণ মাহফিলে মানুষ অংশগ্রহণ করেন।