কুয়েতে প্রতিনিধি:
কুয়েতের মূল অর্থনৈতিক চালিকা শক্তি তেল সহ বিদ্যুৎ, পানি সেক্টরে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশী ইঞ্জিনিয়াররাও। দীর্ঘ তিন দশকের উপরে কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) তে কর্মরত ইঞ্জিনিয়ার আবদুস সালাম সময় সংবাদকে একান্ত সাক্ষাতকালে বলেন অয়েল রিফাইনারী বা পেট্রোলিয়াম রিফাইনারী সহ বিভিন্ন সেক্টরে ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা রয়েছে। যেখানে আমাদের পার্শবর্তী দেশের লোকজন সুযোগ নিচ্ছে। অথচ ভিসা জটিলতার কারনে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এক সময় কুয়েতে অনেক বাংলাদেশী ইঞ্জিনিয়ার ছিলো কিন্তু বর্তমানে এখন হাতে গনা কয়েকজন। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।