রবিউল ইসলাম খাঁ (কুয়েত )
কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েতের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার (১৫ মার্চ ) কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েতের সভাপতি আলী আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী পরিষদ কুয়েতের উপদেষ্টা আতাউল গনি মামুন, হাজী আবুল কাশেম ও হাজী জয়নাল আবেদীন মিয়াজী ।
ইফতার ও দোয়া মাহফিলে কুয়েতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।