কুয়েত প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৫ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ কুয়েত রাজ্য শাখা । কুয়েত আওয়ামীলীগ নেতা হোসেন আহমেদ আজিজের সভাপতিত্বে শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সেকেন্দার আলী । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফয়েজ কামাল, কুয়েত যুবলীগ নেতা তোহিদুল আলম সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । । পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয় ।