কুয়েতে প্রতিনিধি
বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সাধারণ সম্পাদক কামারুজ্জামান টিটুর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
বুধবার ( ১৮ মার্চ) কুয়েতের সালমিয়া এলাকায় অবস্থিত মিক্স ইয়াকি রেস্টুরেন্টে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সভাপতি মুরাদুল হক চৌধুরী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ বেলাল উদ্দিন, সোহেন রানা , আলীম উদ্দিন, , রাশেদ পাঠান , শাহ্ নেওয়াজ নজরুল, শুরুক মিয়া , আবুল কাশেম, আমির হোসেন মুন্সী, জাকির খাঁন সহ আরও অনেকে ।
এনামুল কবির মামুনের সঞ্চালনায়- বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক কামারুজ্জামান টিটু ।উক্ত অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে বলেন বাংলাদেশ কমিউনিটি গঠনের পর থেকে -এমনকি সুখে-দুখে সবসময় আপনাকে পাশে পেয়েছি বিদায়ী অতিথি বলেন :
সামাজিক ওৎ রাজনৈতিক ভাবীরা, বোনেরা ও সোনামনিরা সকলে মিলে যে ভালোবাসা, স্নেহ মমতা, শ্রদ্ধা আমার প্রতি দেখিয়েছেন তা আমার চলার পথে চির স্মরণীয় হয়ে থাকবে। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।।