কুয়েত প্রতিনিধি:
বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সাধারণ সম্পাদক কামারুজ্জামান টিটুর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ।
বুধবার ( ১৮ মার্চ) কুয়েতের সালমিয়া এলাকায় অবস্থিত মিক্স ইয়াকি রেস্টুরেন্টে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সহ-সভাপতি সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির মামুনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে- সভাপতিত্ব করেন সোহেল রানা ও সঞ্চালনা ছিলেন এনামুল কবির মামুন । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে কমিউনিটি কুয়েত এর সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ ।
বীশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই মামুন, আব্দুল মুহিত নাজমুল, মোঃ বেলাল উদ্দিন, আলীম উদ্দিন, , রাশেদ পাঠান , শাহ্ নেওয়াজ নজরুল, আমির হোসেন মুন্সী, শুরুক মিয়া , আবুল কাশেম, জাকির খাঁন সহ আরও অনেকে ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অতিথিকে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বাংলাদেশ কমিউনিটি গঠনের পর থেকে সুখে-দুখে সবসময় আপনাকে পাশে পেয়েছি প্রিয় ভাই । যেখানে থাকুন ভালো থাকুন । উল্লেখ্য: কামরুজ্জামান টিটু স্বপরিবারে কুয়েত ছেড়ে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করবেন বলে যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করেছেন ।
এরপর বিদায়ী অতিথি কামারুজ্জামান টিটো সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।।