বিশেষ প্রতিনিধি:
সরকারি হস্তক্ষেপে কঠোর নিয়ম-কানুন বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া ৭৫ শতাংশ কমেছে কমেছে বলে জানিয়েছে এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) ।
গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে বিমান টিকিটের অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিলো । গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটে দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিলাম । তবে সরকারের নজরদারি প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে । এখন ভাড়া ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে ৩৫ হাজার টাকায় দিচ্ছে ।
ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে ও বাজার শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়ম-কানুন জারি করে । জেদ্দা, মদিনা, দাম্মাম ও রিয়াদের মতো গন্তব্যস্হলে যাতায়াতে স্বচ্ছতা উন্নত করা ও কৃত্রিমভাবে স্ফীত মুল্য হ্রাস করার লক্ষ্যে এই নির্দেশকা জারি করা হয় ।
নতুন নিয়ম অনুসারে এখন থেকে অবশ্যই যাত্রীর নাম, পাসপোর্ট এর বিবরণ ও পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং করতে হবে ।
মন্ত্রণালয়ের নির্দেশিকা সাম্প্রতিক মাসগুলোতে বিমান ভাড়া বৃদ্ধির জন্য দায়ী কৃত্রিম আসন ঘাটতির সমস্যাটির সমাধান করেছে ।
আটাব এক বিবৃতিতে সরকারের হস্তক্ষেপে প্রশংসা করেছে ।
বিবৃতিতে আটাব বিমানের টিকিটের মূল্য নির্ধারণে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডঃ আসিফ নজরুল এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাছরিন জাহানের ভূমিকার প্রশংসা করেছে ।।