কুয়েতে প্রতিনিধি:
ফেনী ডেভেলপমেন্ট কমিনিউটি কুয়েত (FDC ) এর প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুয়েতের সালমিয়া অঞ্চলে অবস্থিত “মিক্স ইয়াকি” রেস্টুরেন্টে এই আয়োজন করা হয় । পবিত্র কুরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি কুয়েতের সভাপতি ফারুক আনন্দ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মাঈন উদ্দিন ।
নূর আলম মোল্লা ও সাজ্জাদ মিয়াজির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা নাছির উদ্দিন খোকন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী , আবুল বাশার, আমির হোসেন মুন্সি, মোশাররফ হোসেন রিপন সহ আরও অনেকে।
পরে বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশে শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।