কুয়েত প্রতিনিধি:
বাংলাদেশ বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি ।।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সভাপতি মোঃ মোরশেদ আলম ভুঁইয়ার সভাপতিত্বে- সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ডিফেন্স এটাচি ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, দূতালয় প্রধান মোঃ মনিরুজ্জামান, দূতালয়ের শ্রমদপ্তর মোঃ আবুল হোসেন, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী , প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন ও বিমল কান্তি রায় ।।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা । শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।।