কুয়েত প্রতিনিধি:
“আমরা থাকি মিল্লা ঝিল্লা,
আমরার বাড়ী কুমিল্লা”
আজকের সঞ্চয়, আগামী দিনের ভবিষ্যত
এ স্লোগানকে সামনে রেখে প্রিয় সমবায় সংগঠন রিয়েল বন্ডিং কুমিল্লার উদ্যোগে কুয়েত প্রবাসী নিয়ে ইসলামী ভাবগম্ভীর পরিবেশের মধ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের কুয়েত শাখার পরিচালক জনাব বেলায়েত হোসেন মিঠুর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
রিয়েল বন্ডিং কুমিল্লার অন্যতম পরিচালক কুয়েত প্রবাসী জনাব শাহ্ করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী আবুল কাশেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত শাখার ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলী আবদুল ওয়াহীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি জনাব মঈন উদ্দীন সরকার সুমন, বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন প্রবাসী নেতা শাহনেওয়াজ নজরুল , টেলিযোগাযোগ মাধ্যমে সংযুক্ত হয়ে বাংলাদেশ থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন রিয়েল বন্ডিং কুমিল্লার সন্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী কল্যাণ সংস্থার সহ সভাপতি মহিউদ্দীন মজুমদার, কুমিল্লা প্রবাসী সংগঠন এর উপদেষ্টা জাকির হোসেন পাটোয়ারী, কুমিল্লা প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান, রিয়েল বন্ডিং কুমিল্লার কুয়েত শাখার সম্মানিত পরিচালক জনাব শাহাদাত আলম সোহাগ ও জনাব মো: মামুন , কমিল্লায় প্রবাসী পরিষদ কুয়েত এর সম্পাদক দুলাল হোসেন ভূইয়া ,মনির হোসেন ,রাসেল ,বেলাল হোসেন, বাচ্ছু মিয়া, মো: শাহিন, সবুজ, খায়রুল ইসলাম, মকবুল হোসেন, মোশারফ হোসেন, মো: আলম সহ কুয়েতে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান খাঁনের মোনাজাতের শেষে সবাই একত্রে ইফতার গ্রহণ করেন। সর্বশেষ প্রোগ্রাম সভাপতি ও সঞ্চালক সবার মঙ্গল কামনা করে ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
এছাড়া রিয়েল বন্ডিং কুমিল্লার সম্মানিত সভাপতি জনাব জসীম উদ্দিন আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এর যৌথ ভিডিও বার্তায় অনুষ্ঠানের আয়োজক রিয়েল বন্ডিং কুমিল্লার কুয়েত শাখার পরিচালকবৃন্দ, আগত অতিথিবৃন্দ ও উপস্থিত সবাইকে প্রোগ্রাম সফল করায় আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভ কামনা জানান এবং ভবিষ্যতে এভাবে আমাদের পাশে থাকার আহ্বান করেন।
অনুষ্ঠান স্থান : রাজবাড়ী হোটেলকুয়েত সিটি। ২৪ মার্চ, ২০২৫
২৪ রমজান, ১৪৪৬ হিজরী।