রবিউল ইসলাম খাঁ (কুয়েত)
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে
“মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫” উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত । কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি, এডব্লিউসি, পিএসসি, এর সভাপতিত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।
এদিন সকালে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কুয়েত প্রবাসী বাংলাদেশী সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন । এরপর দূতাবাসের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান পর্ব শুরু হয়। “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫” উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা’র প্রেরিত বাণী পাঠ করেন দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাগণ। বাণী পাঠ শেষে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের জন্য চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি, তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধে শহীদ, বীরাঙ্গনা এবং বীর-মুক্তিযোদ্ধাদের। এছাড়াও তিনি ২০২৪ সালের জুলাই-আগষ্ট অভ্যুথানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রদূত বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান । শেষে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছেন এবং জুলাই-আগষ্ট অভ্যুথানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।।