কুয়েত প্রতিনিধি:
কুয়েতে- স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত রাজ্য শাখা ।
বুধবার (২৬ মার্চ) কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ।
আওয়ামী যুবলীগ কুয়েত রাজ্য শাখার যুগ্ম আহ্ববায়ক তৌহিদুল আলম চৌধূরী সভাপতিত্বে যুবলীগ নেতা নজরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় – আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা সেকান্দার আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হোসেন আহম্মেদ আজিজ । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত রাজ্য শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ।
উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ । পরে মহান শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া -মোনাজাত করা হয় ।