ঝিনাইদহ প্রতিনিধি:
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দােসররা রয়েছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে । কাজেই দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শনিবার সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বর্তমান উপদেষ্টা পরিষদের ২ জনের নাম উল্লেখ করে বলেন, তারা আওয়ামী লীগের ডামি প্রার্থীদের বিভিন্নভাবে পুনর্বাসিত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল বাস্তবায়নকারীরা ঢাকায় বসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন, আর তৃণমূলে গিয়ে তাদের পুনর্বাসিত করছেন।
মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হােসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হােসেন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।