কুয়েত প্রতিনিধি:
কুয়েতে – বঙ্গরুপা চারুকারু সংগীত শিশুমেলার পরিচালক ও ফ্যামিলি ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, চিত্রশিল্পী জহুরুল কাইউম বাহারের মৃত্যুতে – শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে – বাংলাদেশ ফ্যামিলি ফোরাম ও বঙ্গরুপা চারুকারু সংগীত শিশুমেলা কুয়েত ।
শনিবার (৫ এপ্রিল ২০২৫ ইং) কুয়েত সিটির মিরকাবে রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত শোকসভায়- সভাপতিত্ব করেন, বাংলাদেশ ফ্যামিলি ফোরামের কুয়েত’র সভাপতি আব্দুল হাই ভূঁইয়া । সংগঠনটির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোকনের যৌথ সঞ্চালনায়, এতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- বাবুল দাস , জাহাঙ্গীর আলম, কার্তিক বিশ্বাস , কামাল উদ্দিন, ফয়েজ কামাল, মাইন উদ্দিন , আখতারুজ্জামান, মোরশেদ আলম, আলাউদ্দিন আলা, কবি মুজাহেদ , আব্দুল আউয়াল, মাহবুব আলম সহ আরও অনেকে।
বক্তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, শিশু বন্ধু খ্যাত জহরুল কাইয়ুম বাহারের মৃত্যুতে আমাদের সকলকে গভীরভাবে শোকাহত করেছে। তার আঁকা চিত্রকর্ম, সৃজনশীলতা এবং অনুপ্রেরণার আলো কুয়েত প্রবাসী সকলের হৃদয়ে আজীবন অমূল্য সম্পদ হয়ে থাকবে ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন আহম্মেদ আজিজ, মুরাদুল হক চৌধুরী মুরাদ ,শওকত আলী সহ প্রমুখ। এছাড়াও কুয়েতের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়- দোয়া ও মোনাজাত করা হয় । মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাকুর রহমান।।