কুয়েত প্রতিনিধি:
বসন্তের শেষ বিকেলে কুয়েতে বসবাসরত বাংলাদেশী প্রায় দুই শতাধীক পরিবারকে নিয়ে পবিত্র ঈদ উল- ফিতর উপলক্ষে “একটি মিলন উৎসবের” আয়োজন করেছে – কুয়েত প্রবাসী বাংলাদেশী সকলের নিকট সুপরিচিত আতা ভাই/ শিল্পীভাবী পরিবার ।
গত শুক্রবার (১১.০৪.২০২৫ ইং) কুয়েতের হিজিল এলাকায় অবস্থিত একটি রিসোর্টে দিনভর এই প্রানবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
জমকালো এই অনুষ্ঠানে দুপুরের খাবারের পাশাপাশি হরেক রকম দেশীয় পিঠা-পুলির ব্যবস্থা করা হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো- শিশুদের নাচ-গান ও বিভিন্ন ধরনের খেলাধূলার প্রতিযোগিতা ।
অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর আমেরিকা থেকে আগত জাওয়াদ এর শ্বশুর জসিম উদ্দিন ও শ্বাশুড়ী জোসনা বেগম ।
অন্যান্য অতিথী পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন আজিজ ভাই ও ছবি ভাবী ,
মনির , ইয়াসমিন, তুর্কি, -কলি , ইশরাক ও তার পরিবার, আতাউল গনি মামুনের পরিবার , মনির , শিখা, সাগরের পরিবার , ফয়েজ কামাল , শাহ্ করিম , শাহনেওয়াজ নজরুল , আবু নাবিল, এস আই টিটু, শাহ্ আলম , হাফিজ উদ্দিন ও তার পরিবার । রাঙাসাঈদের প্রানবন্ত সঞ্চালনায়- অনুষ্ঠানটি সবাই অত্যান্ত আনন্দের সাথে উপভোগ করেন । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুষ্করার বিতরন করেন মিলন উৎসবের আয়োজক আতা ভাই/ শিল্পীভাবী পরিবার।