কুয়েত প্রতিনিধি:
কুয়েতে সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইনে নতুন সংশোধনী আনা হয়েছে । মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই আইনে রয়েছে মোটা অংকের জরিমানা যা পূর্বের থেকে অনেক গুণ বেশি । ট্রাফিক আইন অমান্যকারীদের হতে পারে কারাদণ্ড ।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কুয়েত সরকার ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ শুরু করেছে। নতুন এই আইনে বিভিন্ন ক্ষেত্রে জরিমানার হার বাড়ানো হয়েছে । নতুন সংশোধিত ট্রাফিক আইনে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে ৭৫ দিনার জরিমান, সিটবেল্ট না বাঁধলে ৩০ দিনার, বেপরোয়া গাড়ি চালালে ১৫০ দিনার সহ থাকছে সর্বোচ্চ এক হাজার দিনার পরিমাণ জরিমানা। এছাড়াও অপরাধের ধরন অনুযায়ী থাকছে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। সাম্প্রতিক আইনটি পরিবর্তন সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরবি ছাড়াও আরও ছয়টি ভাষায় গুরুত্বপূর্ণ ট্রাফিক নিয়ন্ত্রণ আপডেটের ব্যবস্থা করা হয়েছে। ইংরেজি ফার্সী হিন্দি উর্দুর পাশাপাশি রয়েছে বাংলা ভাষাও এই আপডেটে ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশীরা। চলতি বছরের প্রথম তিন মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬৫ জনের প্রাণহানি ঘটেছে । একটি পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের ৫ থেকে ১১ এপ্রিলের মধ্যে মোট অর্ধ লাখের বেশি ট্রাফিক আইনের লংঘন রেকর্ড করা হয়েছে।।