রবিউল ইসলাম খাঁ (কুয়েত )
কুয়েতে বরগুনা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মৃধা ও দপ্তর সম্পাদক দেলোয়ার মৃধা’র অবকাশকালীন ছুটিতে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ( ৩ মে ) স্থানীয় সময় রাত ৯ টায় মাহবুবুল্লাহ অঞ্চলে অবস্থিত থ্রি ষ্টার হোটেলে, বরগুনা জেলা সমিতি কুয়েতের উদ্যেগে এই সংবর্ধনার আয়োজন করা হয় । মাওলানা নজরুল ইসলামের পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় ।
বরগুনা জেলা সমিতি কুয়েতের সভাপতি শাহীন মৃধা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছালেহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ । এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আল-মামুন ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা বাহার উদ্দিন, সহ সভাপতি বিলাল উদ্দিন , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল হক , সহ সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, শুরুক মিয়া, বরিশাল বিভাগীয় প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শাহীন, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়াজী , বরগুনা জেলা সমিতির সহ-সভাপতি এনায়েত উল্লাহ, আল- জাজিরা কোম্পানির ম্যানেজার বিল্লাল , বরগুনা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হাওলাদার, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সহ-সভাপতি আব্দুর রহিমসহ আরও অনেকে ।
বক্তারা উপস্থিত কুয়েত প্রবাসীদের বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটির একতা ধরে রাখার আহ্বান জানান । অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের নিরাপদ সফরের জন্য দোয়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।