কুয়েত বিএনপি-র সদস্য সচিব শওকত আলী র বাবার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
শাহী ইমরান সিকদার ( কুয়েত প্রতিনিধি)
কুয়েত বিএনপি-র সদস্য সচিব আলহাজ্ব শওকত আলীর বাবার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
"সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম কুয়েত" এর আয়োজনে--
শহীদ খানের সভাপতিত্বে ও শিহাব বখত ও সুমন আনসারীর যৌথ সঞ্চালনায়-- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সদস্যসচিব জনাব আলহাজ্ব শওকত আলী ।
বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম এনাম, সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, শোয়েব আহমেদ, মাইন উদ্দিন, চুন্নু মোল্লা ও শাহী ইমরান সিকদার ।
আলহাজ্ব শওকত আলী পিতা মরহুম আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেবের বর্নাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তারা বলেন- তিনি একজন -দানশীল ও সমাজ সেবক হিসেবে কাজ করে গেছেন আজীবন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান রোমন,সুমন আনসারী,আনোয়ার হোসেন, আব্দুল কাদের, লিটন মিয়াজী, গোল্ডেন সেলিম, এ কে আজাদ নুর, সহ আরো অনেকে ।। পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দোয়া মোনাজাত করা হয় ।।