মাহবুবুর রহমান জিসান, রায়পুর, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে সরকারি খাস জমি দখল মুক্ত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। নান্দনিক এই পার্কটিতে শোভা পেয়েছে শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের খেলনা ও বিনোদন সামগ্রী, রয়েছে বিভিন্ন পশু পাখির ছোট বড় মুরাল। এটি উপজেলায় প্রথম ও একমাত্র শিশু-কিশোরদের জন্য নির্মিত বিনোদন পার্ক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিনই শিশু-কিশোর ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগত অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন : দীর্ঘদিন ধরে রায়পুরে শিশুদের জন্য বিনোদন ও খেলাধুলার জন্য কোন ব্যবস্থা ছিল না এটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এখন পার্কটি নির্মাণ হওয়ায় আমরা সবাই খুশি।
দুপুরে পর্কের উদ্বোধন করেন লক্ষ্মীপুর – ২ (রায়পুর) আসনের সংসদ সদস্য জনাব এডভোকেট নূর উদ্দিন চৌধুরি নয়ন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ,রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন দাস,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাসেল ইকবাল।