ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
একজন কুয়েত প্রবাসীর করুণ মৃত্যু ।😭 কাঁদিয়েছে বিমানের অনেক যাত্রীকে। গতকাল কুয়েত থেকে ঢাকা যাচ্ছিলেন বাংলাদেশী। বিমান ইন্ডিয়ার আকাশে থাকা অবস্থায় তিনি অসুস্থ অনুভব করেন।পরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তিনি ধীরে ধীরে আরো অসুস্থ হতে থাকেন। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG344 ফ্লাইটটি জরুরী অবতরণের জন্যে কলকাতা এয়ারপোর্টের দিকে যান এবং সেইখানে অবতরণের পরে কর্তব্যরত চিকিৎসক ঐ যাত্রী কে মৃত ঘোষণা করেন।
একটা মানুষের কত স্বপ্ন থাকে দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে যাচ্ছে , আপনজনদের সাথে দেখা হবে। কিন্তু এই দূর্ভাগা প্রবাসীর নসিবে হয়ে উঠেনি আত্মীয়স্বজনের সাথে দেখা করা। এমন মৃত্যু যেনো আমাদের কাহারো না হয়।