রবিউল ইসলাম খাঁ, কুয়েত ।
কুয়েতে উইমেন্স এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন (WEO) এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে ।
গত ২৬ শে জানুয়ারি রোজ শুক্রবার, আবদালীর খামার বাড়িতে বাংলাদেশি প্রবাসী নারীদের সংগঠন উইমেন্স এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন ২০২৪ এর আয়োজন করে । শীতের মনোরম আবহাওয়ায় শিশু, কিশোর, তরুণ-তরুণী এবং নবীন প্রবীণ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ মিলন মেলা ।
দুপুরের মধ্যাহ্ন ভোজের পর শিশু, কিশোর, পুরুষ, নারীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। রওশন আক্তার এর সঞ্চালনায় সংগঠনটির উপদেষ্টা ডাঃ বুশরা হাবিব বলেন- ভবিষ্যৎ প্রজন্মের প্রবাসী বাচ্চারা বাঙালির সমাজ, সংস্কৃতি আর তার গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে খুঁজে পাবে।
ভারপ্রাপ্ত সভাপতি পারভীন ইসলাম বলেন, নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে । নাসরিন আক্তার মৌসুমী বলেন-নারীরা এগিয়ে গেলে দেশে এগিয়ে যায় ।
আরও উপস্থিত ছিলেন নাহিদ সুলতানা, শুভ্রা পাল , হালিমা চাঁদনী সহ আরও অনেকে । অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনটি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয় ।।