রবিউল ইসলাম খাঁ (কুয়েত)
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার কুয়েতের ফরওয়ানিয়া অঞ্চলের মিক্স ইয়াকি রেষ্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মোহাম্মদ ফিরোজ বদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় - পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু হানিফ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাফর আহম্মদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ ,আহম্মদ আলী রানা, আব্দুর রাজ্জাক ভূঁইয়া,মোহাম্মদ আলম, মোহাম্মদ সাঈদ ।
উপস্থিত ছিলেন
মোহাম্মদ সুমন, মোহাম্মদ লিটন , ইন্জিনিয়ার সোহেল রানা সহ অন্যান্য নেতৃবৃনদ । কুয়েতের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন ।
দর্পন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে , বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি বলেন, আমরা কমিটি গঠন করেছি তিন লক্ষ কুয়েত প্রবাসীদের খেদমত করার জন্য তাদের সুযোগ সুবিধা দেখভাল করার জন্য ।
উক্ত কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন বলেন খুব স্বল্প সময়ে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দাওয়াত দিয়েছি মাত্র তাতে এত লোকসমাগম হবে কল্পনাও করতে পারিনি । তিনি বৃষ্টিরমুখর দিনে কষ্ট করে ইফতার মাহফিলে যোগদান করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।