রবিউল ইসলাম খাঁ (কুয়েত)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বি এন পি কুয়েত এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে– মঙ্গলবার কুয়েতের ফরওয়ানিয়া “মিক্স ইয়াকী” রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কুয়েত এর সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে , সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফা কামাল এর সঞ্চালনায়– কোরআন তেলাওয়াত করেন সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, বি এন পি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এন পি কুয়েতের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামছ ।
আরও বক্তব্য রাখেন কুয়েত বিএনপির নেতা নাসের হাওলাদার, মোঃ ইকবাল , জাহিদুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহজাহান এম সবুজ এবং জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি মোঃ ইসমাইল ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী জাতির বীর সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ২৬শে মার্চ জাতির জীবনে এক গুরুত্বপূর্ণ দিন । দিনটি জাতির ত্যাগ ও অর্জনের স্মারক । মহান স্বাধীনতার লক্ষ্য হচ্ছে এ দেশের মানুষের মৌলিক অধিকার, ইনসাফ, গণতন্ত্র, সুবিচার প্রতিষ্ঠা করা । কিন্তু আজকে স্বাধীনতার ৫৪ বছর পার হলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারিনি । দেশে আজ নজিরবিহীন দুর্নীতি ও অপশাসন চলছে ।