রবিউল ইসলাম খাঁ (কুয়েত)
বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ কুয়েতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৩ এপ্রিল) কুয়েতের খাইতান এলাকার রাজধানী প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান শাহিন এর পরিচালনায়, উপস্থিত ছিলেন কুয়েত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিকান্দার আলী, কুয়েত বিএনপির জৈষ্ঠ নেতা শোয়েব আহমেদ, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জাফর আহমেদ চৌধুরী, কুয়েত আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতা শাহ নেওয়াজ নজরুল , মুরাদুল হক চৌধুরী সহ আরও অনেকে ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা । অনুষ্ঠানে বক্তারা আয়োজক সংগঠনের সমাজকল্যাণমূলক কাজের ভুয়সী প্রশংসা করেন ভবিষ্যতে এই সংগঠনটি সমাজকল্যানে আরো ভাল কাজ করে যাবে এ আশাবাদ ব্যক্ত করেন তারা । শেষে মুসলিম উম্মাহর সুখ শান্তি কল্যাণ অগ্রগতি ও ভ্রাতৃত্ববোধ কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।