রবিউল ইসলাম খাঁ (কুয়েত)
কুয়েতে রাষ্ট্রদূতের সঙ্গে "বাংলাদেশ কমিউনিটি কুয়েত" এর সভাপতি ফিরোজ বদু, সিনিয়র সহ-সভাপতি- কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোহাম্মদ বেলাল হোসেন ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ।
কুয়েতের কুরতুবায় বাংলাদেশ ভবনে
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করেছেন দেশটিতে থাকা প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি ।
কুয়েতে ঈদুল ফিতর উদযাপিত হয় বুধবার (১০ এপ্রিল)। স্থানীয় সময় সকাল পৌনে ৬টায় ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজ শেষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছরের মতো এবারও কুয়েতের কুরতুবাস্থ বাংলাদেশ ভবনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে সৎভাবে জীবিকা নির্বাহ করার পাশাপাশি কুয়েত সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবাই মিলেমিশে থাকতে হবে।
পরে প্রবাসীরা রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন ।