রবিউল ইসলাম খাঁ (আল –কুয়েত )
কুয়েতে বাংলাদেশী সিনিয়র সিটিজেন, সর্বপ্রথম বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত সি আই পি, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (BBC) প্রাক্তন সভাপতি, ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী- মোহাম্মদ হোসেন সাহেবের বড় ছেলে- জুবায়ের হোসেন ও তার পুত্রবধূ ইসরাত জাহান এর বিবাহ উত্তর ” সংবর্ধনা পার্টি” অনুষ্ঠিত হয় ।
বুধবার ১৭ই এপ্রিল, কুয়েতের আল-ফাহাহিল এলাকায় অবস্থিত বিলাসবহুল “মোগল মহল” রেষ্টুরেন্টের হলরুমে এক আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে বর ও কনে পক্ষ মিলে সহস্রাধিক লোক উপস্থিত হয় । জমকালো এই আয়োজনে বাংলাদেশের বিভিন্ন স্তরের প্রতিনিধি, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক ও স্টেশন ম্যানেজার, বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জনাব জাহাঙ্গীর সাহেব সহ আরও বিভিন্ন সরকারি কর্মকর্তা স্বপরিবারে এতে অংশগ্রহণ করেন । উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশী এবং কুয়েতী নাগরিক সহ অন্যান্য আরবদেশের নাগরিকগণ ।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাচিত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি জাফর আহমদ চৌধুরী এম কম , বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী , বিশিষ্ট রাজনীতিক ফয়েজ কামাল, শাহ-নেওয়াজ নজরুল, মিঠুন সেলিম, কিং ফয়সাল, এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ পারস্পরিক কুশলাদি বিনিময়ের পর , বর ও কনের সঙ্গে দেখা করে তাদের সুখী-দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান । এই অনুষ্ঠানের আয়োজক, মোহাম্মদ হোসেন সি আই পি আগত অতিথিদের সাথে কুশলাদি বিনিময় ও আপ্যায়নের তদারকি করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । অনুষ্ঠান শেষে তার পুত্র ও পুত্রবধূর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন ।।।