রবিউল ইসলাম খাঁ (কুয়েত থেকে)
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোঃ আশিকুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি।
কুয়েতের একটি অভিজাত হোটেলে পবিত্র কুরআন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।
কুয়েত আওয়ামী লীগের সভাপতি মোঃ সেকান্দার আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোঃ আশিকুজ্জামান ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল ।
সংগঠনের যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ নজরুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন – বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোঃ হাসানুজ্জামান জামান, মিনিট্রি(শ্রম) আবুল হোসেন, কুয়েত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হাসান ওয়ারিশ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলাম, কুয়েত আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই মামুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ করিম, জাকির হোসেন, কামাল হোসেন, বেলাল হোসেন, ,আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী সোহাগ সহ আরও অনেকে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েতের পক্ষ থেকে নেতৃবৃন্দ বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল(অবঃ) মোঃ আশিকুজ্জামানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।