স্টাফ রিপোর্টার:
দীর্ঘ কয়েক যুগ আগে জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশী নাগরিক জাকারিয়া আবেদিন । প্রবাস জীবনের নানা বাধা-বিগ্ন মোকাবেলা করে আজ তিনি কুয়েতের স্বনামধন্য একজন সফল ব্যবসায়ী । বর্তমানে তিনি কুয়েতের " স্কাইলাইন ট্যুরিজম এন্ড কনসালটেন্ট" কোম্পানির স্বত্বাধিকারী। এটি কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় অবস্থিত । ইউরোপ ও আমেরিকা সহ বহির্বিশ্বের অনেক দেশে তিনি ভিসা প্রসেসিং ও পরামর্শ প্রদানের কাজ করে থাকেন ।
বিনিয়োগ করেছেন নিজের মাতৃভুমি বাংলাদেশেও । ঢাকার গুলশানে রয়েছে স্কাইলাইন ট্যুরিজম এন্ড কনসালটেন্ট কোম্পানির দ্বিতীয় ব্রাঞ্চ অফিস । তাছাড়া কুয়েতেও বিভিন্ন ধরনের গাড়ি ও গাড়ির পার্টসের ব্যাপসা সহ রয়েছে আরও কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান । এছাড়াও তিনি রাজনৈতিক সামাজিক সচেতনতামূলক সহ বিভিন্ন মানবিক কাজেও নিজেকে যুক্ত রাখতে পছন্দ করেন।
স্কাইলাইন ট্যুরিজম এন্ড কনসালটেন্ট কোম্পানির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন -কুয়েত সরকার কর্তৃক অনুমোদিত কোম্পানি এটি । প্রতারিত হবেন না এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন । তিনি বাংলাদেশীদের মধ্যপ্রাচ্যে এসে জীবন নষ্ট না করে ইউরোপে আমেরিকায় লিগাল ওয়েতে চলে যাওয়ার পরামর্শ দেন । সেখানে ভালো চাকরি -বেতন ও লাইফ সেটেল করা যায় । প্রবাসীদের সার্বিক নিরাপত্তা সম্মান মর্যাদা নাগরিক সুযোগ-সুবিধা রয়েছে অনেক বেশি । তিনি আরো বলেন- বাংলাদেশীদের কিছু বদনাম রয়েছে যার কারণে আমাদের ভিসা পেতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় ।
এশিয়া এবং দর্পণ টিভির এক প্রশ্নের জবাবে তিনি বলেন- সেখানে টেকনিক্যাল ওয়ার্কারের বেশ চাহিদা রয়েছে । তিনি আরও বলেন বাংলাদেশের বদনাম হয় এমন কোন কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেন । এছাড়াও তিনি ইউরোপ আমেরিকা যাওয়ার ব্যাপারে বাংলাদেশীদের সঠিক তথ্য প্রদান করে সহযোগিতা করতে চান, যাতে কোনো বাংলাদেশি প্রতারিত না হন । তার অফিসকে তথ্য কেন্দ্র হিসেবেও সেবা দিতে চান জাকারিয়া আবেদিন । যাতে করে সঠিক তথ্য নিয়ে যেকোনো ট্রাভেলস এর মাধ্যমে ইউরোপে আমেরিকায় সহজে যেতে পারে বাংলাদেশী নাগরিকরা- ।।