বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত ,আল জাহারা মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ বেলাল হোসেন ও সিনিয়র সহ-সভাপতি হেদায়েত উল্লাহ স্বদেশ গমন উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে । বুধবার- বাংলাদেশ আওয়ামীলীগ, আল-জাহারা মহানগর শাখা কুয়েতের আয়োজনে-স্হানীয় একটি হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয় ।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামীলীগের সভাপতি হোসেন আহমেদ আজিজ । সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় – প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া ।
বক্তব্য রাখেন- কুয়েত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আলা, যুবলীগ নেতা ইসমাইল হোসেন হাওলাদার সহ আরও অনেকে ।
বক্তারা- বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দেশে-বিদেশে তুলে ধরার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে শেখ মতিউল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।।